জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে গুমানীগজ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি।
আরও পড়ুন: ‘মসজিদ নির্মাণেও দুর্নীতি করেছে আওয়ামী লীগ’
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাইবান্ধা ওলামা দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশ এবং মানুষের জন্য দোয়া করা হয়।
দোয়া শেষে সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষ মাঠেই বসে পড়েন। পরে একযোগে তাদের মাঝে খাবার পরিবেশন শুরু হয়।
আরও পড়ুন: ‘দেশের রাজনীতিতে নানান খেলা চলছে’
গণভোজ উপলক্ষে তিনটি গরু ও তিনটি খাসি জবাই করা হয়। এছাড়া রান্না হয় ৪০ মণ চালের ভাত। গরু-খাসির মাংসের সঙ্গে ছিল ২৫ মণ ডাল। আয়োজকদের ধারণা, নেতা-কর্মী ছাড়াও গণভোজের এ অনুষ্ঠানে ১৫ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন গুমাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর।
প্রতিনিধি/ এমইউ