জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
কুড়িগ্রামে চিলমারীতে ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটের কারণে রৌমারী-চিলমারী রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় গত ১০ দিন ধরে সতর্কতার সঙ্গে ফেরি চলাচল করলেও গত বুধবার (৬ নভেম্বর) থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
এতে ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী যানবাহন। মালবাহী ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় নদীর দুই তীরে অবস্থান করছে।
তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদী খননের কাজ শুরু হয়েছে। নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ছয় ফুট রয়েছে। এখন এই জায়গাগুলোতে খনন করে অন্তত সাত ফুট গভীরতা করলে ফেরি চলাচল স্বাভাবিক হবে জানিয়েছে তারা।
ট্রাকচালক সাইদুল ইসলাম বলেন, আমি প্রতি সপ্তাহে রৌমারী ঘাট হয়ে ট্রাক নিয়ে জামালপুর যাই। গতকাল রাতে এসে শুনি ফেরি চলাচল বন্ধ। পাথরবোঝাই ট্রাক নিয়ে আছি। জানি না কবে নাগাদ ফেরি চলাচল শুরু করবে।
চিলমারী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, গত ১০ দিন ধরে ব্রহ্মপুত্রের নাব্যতা সৃষ্টি হয়েছে। গত দুইদিন ধরে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদের দুদিকে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
প্রতিনিধি/ এজে