images

সারাদেশ

সুন্দরবনে আটক ২০ হরিণ শিকারি জেলে

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

সুন্দরবনে আটক ২০ হরিণ শিকারিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাতে সুন্দরবনের ধানসিদ্ধির চর সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে বনরক্ষীরা। 

আরও পড়ুন: শিকারীর ফাঁদ থেকে রক্ষা পেল ১৭ ঘুঘু

আটক ব্যক্তিরা ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

আটকের বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী স্টেশন কর্মকর্তা মো. আল আমিন বলেন, ফোর্সসহ শুক্রবার রাতে ট্রলারে করে পশুর নদীতে টহলের সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পান তারা। এ সময় ট্রলারটি নন্দবালা টহল ফাঁড়ির অফিস অতিক্রম করে নিচের দিকে যাওয়ার সময় বনরক্ষীরা তাদেরকে থামার জন্য লাইট দিয়ে সংকেত দিলে তারা ট্রলার না থামিয়ে দ্রুত গতিতে বনের গহীনের দিকে ছুটে যায়।

আরও পড়ুন: তেঁতুলিয়া নদীতে জেলের জালে কুমির

একপর্যায়ে তাদের পিছু ধাওয়া করে ধানসিদ্ধির চর সংলগ্ন মাঝ নদী থেকে ট্রলারটি এবং ট্রলারে থাকা ২০ শিকারিকে আটক করা হয়। এ সময় তাদের ট্রলারটি তল্লাশি করে হরিণ শিকারের বেশ কিছু ফাঁদ জব্দ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে বেআইনিভাবে হরিণ শিকারের ফাঁদসহ সুন্দরবনে প্রবেশের অপরাধে বন আইন ১৯২৭ সাল ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ধারায় মামলা দিয়ে বিজ্ঞ বাগেরহাট আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ