জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ০৬:০১ পিএম
দিনাজপুরে শ্রমিকদলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিমের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাকিক বিষয়ক সম্পাদক মোঃ আছাদউজ্জামান বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শ্রমিকদল বরিশাল মহানগর কমিটির আহবায়ক ফয়েজ আহম্মদ খান।
জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মো. এনামুর হক৷ মো. আফজাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ূম, দিনাজপুর পৌর শ্রমিকদলের সদস্য সচিব মো. নুর আলম, বোচাগঞ্জ উপজেলা শ্রমিকদল নেতা মো. তোফাজ্জল হোসেন তোফা, বিরামপুর উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. একেএম মঞ্জুর রশিদ রতন, বিরল উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ একরামুল হক চুন্নু প্রমুখ।
সভায় বক্তারা শ্রমিকদলের নেতাকর্মীদের সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের কোনো বিকল্প নেই। যারা ৫ আগস্টের পূর্বে রাজপথের আন্দোলনে ছিলেন তাদের দল অবশ্যই মূল্যায়ন করবে।
প্রতিনিধি/ এজে