জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ০৮:১০ এএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ হোসেন জিহাদ বাবু ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ছিলেন এবং তিনি হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফিরোজ হোসেন জিহাদ বাবু রংপুর থেকে বাড়িতে ফেরার পথে কালভৈরব বাজারের তেঁতুলতলা ব্রিজের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজ হোসেন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি সুস্থ হয়ে এক সপ্তাহ আগে বাড়িতে ফিরেন। শুক্রবার সকালে তিনি রংপুরে এক আত্মীয়ের বাড়িতে যান এবং ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এরশাদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/একেবি