images

সারাদেশ

শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কলাতলা এলাকার আড়িয়াল খাঁ নদের বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়িবাঁধের পাশে নদে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের পরনে নীল রঙের হাফপ্যান্ট এবং টি-শার্ট পরা আছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

প্রতিনিধি/ এমইউ