জেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৪, ১১:০৬ এএম
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মসজিদ নির্মাণেও দুর্নীতি করেছে আওয়ামী লীগ। তারা ইসলামী মূল্যবোধ বিরোধী কার্যকলাপ চালিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। চুরি-দুর্নীতি করতে করতে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণেও দুর্নীতি করেছে এ দলের লোকেরা। এসব পাপের ভারে আওয়ামী লীগ ডুবে গেছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা গ্রামে মসজিদের ওজুখানা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘সরকারে না থেকেও আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় উন্নয়ন কাজ করছি। জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার সুযোগ পেলে আমরা দেশ ও জনগণের কল্যাণে সততার সঙ্গে কাজ করবো।’
বিএনপি প্রতিশোধ, প্রতিহিংসা নয়; সম্প্রীতি, সৌহার্দের নীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু যারা গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে, দুর্নীতি, লুটপাট করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। তারা দেশ ও জনগণের শত্রু। তাদের সঙ্গে কোনো আপোস নেই।’
আরও পড়ুন: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপহারের বাস গায়েব
এ সময় উপস্থিত ছিলেন - বিএনপি নেতা পরান আলী কাঞ্চু, আরফান আলী, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, আব্দুল মান্নান মানু, বাচ্চু তালুকদার, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি লিলু মিয়া, উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফয়জুর রহমান তালুকদার প্রমুখ।
প্রতিনিধি/ এমইউ