images

সারাদেশ

গাংনীতে মাধ্যমিক শিক্ষা অফিসারকে লাঞ্ছিতের ঘটনায় বিচার দাবি

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

মেহেরপুরের গাংনীতে মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও অপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা কর্মকর্তা কর্মচারীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রেসক্লাবের সামনে পাকা সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এ মানববন্ধনের নেতৃত্ব দেন। উপজেলার সব কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

thumbnail_IMG20241105110522

গতকাল ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিষয়ে বিস্তারিতভাবে উপস্থাপন ও অপরাধীদের বিচারের দাবিতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক। অপরাধীদের বিরুদ্ধে গতকাল একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান শিক্ষা অফিসের ওই কর্মকর্তা।

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদিলা আজহার আরশি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল

বক্তারা বলেন, কতিপয় যুবক বিএনপি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরে ঢুকে উগ্র আচরণ দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সব সময় আহত করেন। তাদের বিরুদ্ধে উপজেলা সব রেজিস্টার নাইমা ইসলাম, বিএডিসি কর্মকর্তা আশরাফুল ইসলাম ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহফুজ রানাকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।

অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

thumbnail_IMG20241105110504

মানববন্ধনে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা এলজিইডি প্রকৌশল ফয়সাল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহফুজ রানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান,

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস