images

সারাদেশ

আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৪, ০৫:০০ পিএম

আরিচা-কাজিরহাট নৌ-রুটে যমুনা বুকে আরিচা ঘাট পয়েন্টে ডুবোনচরের কারণে ফেরি চলাচলে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এ কারণে শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টা থেকে শনিবার (২ নভেম্বর) প্রায় ১৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ স্পর্শকাতর পয়েন্টে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম চালিয়ে আসছে। তবে দ্রত পানি কমতে থাকায় ১৩ কিলোমিটার দীর্ঘ এ রুটে অনেক স্থানে ডুব চর মাথাচারা দিয়ে উঠায় পলি অপসারণে দীর্ঘ সূত্রিতা তৈরী হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত জুন মাসের ১৭ তারিখ থেকে এ রুটে ড্রেজিং কার্যক্রম শুরু হয়। আারিচা থেকে কাজিরহাট পর্যন্ত নৌ পথের কানাইদিয়া, মোল্লার চর নামক স্থানে ড্রেজিং চলছে। বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিটের নিজস্ব ৯টি ড্রেজার মোতায়েন করা হয়েছে।

পারাপারের অপেক্ষায় থাকা চালক খাইরুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে সামুদ্রিক মাছ নিয়ে আসা ট্রাকটি শুক্রবার ভোর ৫টার দিকে আরিচা ঘাটে পৌঁছায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও শনিবার দুপুর হলেও ফেরি পার হতে পারেনি। তার সঙ্গে মাছের অপর দুটি ট্রাক পার হতে না পেরে চট্টগ্রাম ফিরে গেছে। তিনিও আর কিছুক্ষণ অপেক্ষা করবেন। সময় মতো পার না হতে পারলে সামুদ্রিক মাছ পচে যাবে বলে জানান তিনি। 

আরেকজন চালক নাজমুল জানান, রাত থেকে পারাপারের জন্য অপেক্ষা করছেন তিনি। ঘাটে বসে থাকায় আহার নিদ্রায় অর্থ অপচয় হচ্ছ। গন্তব্য পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির সমক্ষীণ হতে হচ্ছে তাকে। অনিশ্চিত সময় বসে থাকায় শারিরীক ও মানুসিক সমস্যায় পরতে হচ্ছে।

ফেরি সংস্থা বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর ম্যানেজার আবু আবদুল্লাহ জানান, এ রুটে মোট ৪টি রোরো ফেরি চলাচল করছে। যানবাহন বুঝাই ফেরি চলাচলের জন্য অন্তত ১০ ফুট নাব্যতা দরকার। গত কয়েকদিন পানি কমায় ও স্পর্শকাতর স্থানে ড্রেজিং না করায় ফেরি চলাচল ব্যহত হচ্ছে। অবস্থা নাজুক হওয়ায় শুক্রবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ড্রেজিং কার্যক্রমের উন্নতি হলে ফেরি চালু করা হবে।

ড্রেজিং ইউনিট প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান, ড্রেজিংকৃত চ্যানেল প্রবলস্রোতে পুনরায় ভরাট হওয়ার ফলে সমস্যা রয়ে যাচ্ছে। ড্রেজিং ইউনিট প্রধান প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শনে আসেন। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

অপর প্রকৌশলী ওসমান গনি জানান, এ বছর পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাটসহ নির্ধারিত নৌরুটে ৩৮ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ২৪০ ফুট প্রস্থ বেসিং ও ১০ ফুট গভীরতার চ্যানেল তৈরির কার্যক্রম চলছে। 

বিআইডব্লিউটিসি'র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নাব্যতা সংকট কেটে গেলে আবার পূণ:রায় ফেরি চলাচল করবে বলে তিনি জানান।

প্রতিনিধি/ এজে