জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম
কক্সবাজারের মহেশখালীতে বসতঘরে প্রবেশ করে এক নারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ির ফকিরারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, এই হত্যার জন্য কালারমারছড়া ইউপি চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সমর্থকদের দায়ী করেছেন স্বজনরা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম ফরিদা ইয়াসিন সৈয়দা (৩০)। তিনি ওই এলাকার মৃত ছৈয়দ আহমেদের মেয়ে।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ওই নারীকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, স্বামী পরিত্যক্ত এই নারীকে কারা গুলি করে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের স্বজনরা এ হত্যার জন্য কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সমর্থকদের দায়ী করছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি