জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ০৮:১৯ এএম
রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে নিষেধাজ্ঞার শুরু থেকে এ পর্যন্ত ১৭ দিনে মোট ২১০ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক হাজার ১৯৪ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় দান করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব।
মো. মোস্তফা আল রাজীব জানান, রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর ৫৭ কিলোমিটার এলাকা মা ইলিশের অভয়াশ্রম। এসব এলাকায় গত ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞার এই ১৭ দিনে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, জেলা পুলিশ ও নৌ পুলিশের সহযোগিতায় জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১০ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া ১৪ লাখ ৭৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি এক হাজার ১৯৪ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় দান করা হয়। অভিযানে সর্বমোট জরিমানা আদায় করা হয় ১ লাখ ১০ হাজার ৪০০ টাকা।
টিবি