images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেনিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া থেকে লেনিন গ্রেফতার হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

লেলিন শহরের কাজীপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লেনিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলা ও একটি নাশকতা মামলা রয়েছে। এছাড়াও তাহার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি