images

সারাদেশ

টমটমের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, মাদরাসা ছাত্র নিহত

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৪, ০২:০৮ এএম

ঝালকাঠির রাজাপুরে গাছ বোঝাই টমটমের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর)  রাত সাড়ে আটটার দিকে উপজেলার খুলনা-বরিশাল মহাসড়কের বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল খন্দকার  (১৬) শুক্তাগড় এলাকার লোকমান খন্দকারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে , ঝালকাঠিগামী একটি গাছ বোঝাই টমটমের পিছনে মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক নিহত হন এবং তার সাথে থাকা একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/ এজে