জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ০৮:১৩ এএম
ময়মনসিংহে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (পুলিশ) ডিবি।
রোববার (২৭ অক্টোবর) ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক (৩৭)।
গ্রেফতারের পর রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওমর ফারুক তার হেফাজতে থাকা দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দিলে পুলিশ তা জব্দ করে।
আরও পড়ুন
ডিবি পুলিশের ওসি সহিদুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বিগত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। এ ছাড়াও অস্ত্র উদ্ধার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মিল্লাত হত্যাসহ একাধিক মামলার আসামি কাউন্সিলর ওমর ফারুক। তার বিরুদ্ধে হত্যা, জমি দখল, বাড়ি দখলসহ চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে। এ ছাড়াও ব্যবসায়ী দুলু, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোফাজ্জল, মিলন, জসীমসহ অসংখ্য ব্যক্তিদের কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা ওমর ফারুকের বিরুদ্ধে।
প্রতিনিধি/টিবি