images

সারাদেশ

মদনে রাস্তার পাশ থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

নেত্রকোনার মদনে রাস্তার পাশ থেকে জসিম উদ্দিন (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জসিম উদ্দিন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের মৃত জাফর খানের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলার টেঙ্গুরিয়া গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে পাশের উপজেলা কেন্দুয়ার টেঙ্গুরিয়া গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করছেন। সেখানে থেকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন যাপন করছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

শুক্রবার রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী বাজারের পাশে একটি অটো দেখতে পায় স্থানীয় লোকজন। অটো গাড়িটির পাশে কোনো লোকজন না থাকায় স্থানীয়রা তাদের হেফাজতে রেখে মালিকের সন্ধানের জন্য শনিবার সকালে বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যেম (ফেসবুকে) পোস্ট করেন। ওই দিন দুপুরে পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশে মরহেদটি দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এর সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, জসিম উদ্দিন নামের একজন অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস