images

সারাদেশ

স্কুল ব্যাগে মিলল পিস্তল-বন্দুক, আটক ৪

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৪, ১০:১০ পিএম

images

রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী একটি ট্রলারে তল্লাশি করে দুইটি আগ্নেয়ান্ত্রসহ চার যুবককে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার লঞ্চঘাট এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রাজবাড়ী জেলার কাচরন্দ এলাকার আবু বক্কার মুন্সির ছেলে মো. জীবন্ত মুন্সি, আজাদ শেখের ছেলে নাছির উদ্দিন শেখ, পাবনা জেলার ধারাই এলাকার রহমত সরদারের ছেলে মোহাম্মদ রশিদ সরদার ও পাবনার ঢালার চর এলাকার আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, শুক্রবার বিকেলে ইলিশ রক্ষায় যৌথবাহিনীর সদস্যসহ পুলিশ সদস্যদের নিয়ে পদ্মা নদীতে অভিযান চালানো হয়।

এসময় অন্তর মোড় থেকে পাবনার রাখালগাছীর উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি ট্রলারে ইলিশ পাচার হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তল্লাশি চালানো হয়। ট্রলারের মধ্যে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশি পিস্তল ও বড় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া ৪ যুবককে আটক করা হয়েছে।

আরও পড়ুন

বান্দরবানে ৪০ হাজার ইয়াবাসহ ২ জন আটক

এ ব্যপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সগীর মিয়া বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করবেন। মামলাটি দৌলতদিয়া নৌপুলিশ তদন্ত করবে। আটকদের মধ্যে রশিদের নামে পাবনার আমিনপুর থানায় একটি মামলা আছে।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব জানান, পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নৌ পুলিশ, গোয়ালন্দ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পদ্মা নদীর অন্তরমোড় থেকে একটি ট্রলার রাখালগাছি যাওয়ার পথে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় এলে টলারটি সার্চ করা হয়। একটি কালো রঙের স্কুল ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশি পিস্তল ও একটি একনলা বন্দুকসহ চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস