images

সারাদেশ

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের অভিযান

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে টাস্কফোর্স কমিটি।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে জেলার সুগন্ধা ও বিষখলী নদীর বেশ কয়েকটি এলাকায় জেলা প্রশাসন, জেলা মৎস্য বিভাগ ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে।

অভিযানে জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জল কুমার রায়, ঝালকাঠি জেলা সেনা ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার ও জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নড়াইলে ১৫০ ব্যক্তি বিনামূল্যে পেলেন চিকিৎসাসেবা

মা ইলিশ রক্ষা অভিযানে ১৩ দিনে ঝালকাঠিতে ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

এছাড়া মা ইলিশ শিকারের অপরাধে দুই মৌসুমি জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। নিষেধাজ্ঞাকালীন জেলার ৩ হাজার ৭৫০ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস