জেলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ১০:১৩ এএম
ঢাকার কেরানীগঞ্জে এক অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা।
বুধবার (২৩ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিএনপি নেতা মারুফ হত্যার ১১ বছর পর মামলা
নিহত অটোরিকশাচালকের নাম মো. নয়ন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নহরী গ্রামের আব্দুল মতিনের ছেলে। কদমতলী গোলাম বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ফুফাতো ভাই রিফাত হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে বের হন নয়ন। সকাল ৮টার দিকে গোলাম বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করে ৪-৫ জন ছিনতাইকারী।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ