জেলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পিএম
চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ মো. রাসেল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) সকালে দর্শনা হল্ট চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. রাসেল (৩০) দর্শনার হল্ট চাঁদপুর গ্রামের টাওয়ার পাড়ার রবিউল ইসলামের ছেলে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বুধবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দর্শনা হল্ট চাঁদপুর গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ এলাকার মেসার্স সামাদ ট্রেডার্স দোকানের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ রাসেলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে