images

সারাদেশ

সিরাজগঞ্জে ১৪ জেলে আটক

জেলা প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৪, ০৫:১৩ পিএম

images

সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৪ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি মা ইলিশ মাছ ও দুই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে যমুনা নদীর বেলকুচি অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় মা ইলিশের প্রজনন বৃদ্ধি করতে অভিযানে নামে উপজেলা মৎস্য অধিদফতর ও উপজেলা প্রশাসন।

এসময় তারা যমুনা নদীতে মা ইলিশ শিকার অবস্থায় ১৪ জন মৌসুমী জেলেকে মাছ ও জাল সহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রতি জনকে ১৪ দিন করে সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া। 

আফিয়া সুলতানা কেয়া বলেন, আগামী ৩রা নভেম্বর পর্যন্ত আমাদের যমুনা নদীতে মা ইলিশ ডিম প্রজনন করতে আসবে। এজন্য নির্বিগ্নে মা ইলিশ যেন ডিম প্রজনন করতে পারে সেজন্য মৎস্য অধিদফতর নদীতে মাছ শিকার নিষেধ করে দিয়েছেন। এসময় আমরা জেলেদের ভিজিএফ চালসহ অন্যান্য সহযোগীতা করে থাকি। কেউ যদি এই আদেশ অমান্য করে মাছ ধরে তাহলে তাকে জেল জরিমানা করা হবে। এরই ধারাবাহিকতায় আমরা আজ অভিযান করে নদীতে কারেন্ট জাল, ইলিশ মাছসহ ১৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আর মাছগুলো বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে। উদ্ধার করা জালগুলো পুরিয়ে ফেলা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/এজে