images

সারাদেশ

নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৪, ০৭:৩২ পিএম

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় মাদক মামলার এক আসামি ধরতে গিয়ে কামরুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল ছুরিকাহত হয়েছেন৷

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ডলপাড়ায় আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা৷

আহত কনস্টেবল কামরুজ্জামান বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত৷

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল৷ সদর থানার একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল৷ ছুরিকাহত পুলিশ সদস্য আসামির লোকেশন সম্পর্কে জানতেন, কেননা তিনি এ থানায় আগে ছিলেন৷ তাই তাকেও অভিযানিক দলে রাখা হয়৷’

‘আসামিকে ট্রেস করার পর তাকে গ্রেফতার করতে গেলে সে চুরি মেরে দৌঁড়ে পালায়৷ পুলিশ কনস্টেবল কামরুজ্জামানের হাতে ছুরির আঘাত লেগেছে৷’

আহত পুলিশ সদস্যকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

প্রতিনিধি/ এজে