জেলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম
রাজবাড়ী জেলার গোয়ালন্দে শিক্ষার্থীদের ভিন্নধর্মী উদ্যোগে ১ দিনের ন্যায্য মূল্যের সবজির বাজার অনুষ্ঠিত হয়েছে।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি। আর এ দুর্ভোগ কমাতে এবং শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষে এবং সমাজসেবায় অবদান রাখতে এক দিনের জন্য ন্যায্যমূল্যে সবজি বিক্রির ব্যবস্থা করে সান-সাইন কলেজিয়েট স্কুল।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিদ্যালয়ের সামনে ন্যায্যমূল্যে এক দিনের জন্য সবজি বিক্রির ব্যবস্থা করেন গোয়ালন্দের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সান-সাইন কলেজিয়েট স্কুল।
প্রতিষ্ঠিনটি দিন ব্যাপী তাদের স্কুলের সামনে সবজি বিক্রির জন্য দোকানের পসরা সাজিয়ে বসেন।

এদিন প্রতিষ্ঠানটি স্থানীয় বাজারের চাইতে কম মূল্যে অর্থাৎ ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু করেন। প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে ১৭টি দ্রব্য মোট ১ হাজার ৪০০ কেজি সবজির মূল্য তালিকা টাঙিয়ে বিক্রি শুরু করেন।
ক্রেতারা এ বাজারে ৭৫ টাকা কেজি দরে ফুলকপি (বাজার মূল্য ১০০ টাকা কেজি), ৫০ টাকা কেজি দরে ঢেড়শ (বাজার মূল্য ৬০ টাকা কেজি), বরবটি ১ কেজি ও ১টা গোল লাউ ৫০ টাকা (বাজার মূল্য ৬০ টাকা), ৬৫ টাকা কেজি দরে গোল বেগুন (বাজার মূল্য ৮০ টাকা কেজি), ৬০ টাকা কেজি দরে পটল (বাজার মূল্য ৭০ টাকা কেজি), ৪৫ টাকা কেজি দরে করলা ও কচুরমুখী (বাজার মূল্য ৭০ টাকা কেজি), ৩৫ টাকা কেজি দরে মুলা (বাজার মূল্য ৫৫ টাকা কেজি), ৩০ টাকা কেজি দরে ধুন্দুল ও পেঁপে (বাজার মূল্য ৫০ টাকা কেজি), ৪৫ টাকায় ১টা লম্বা লাউ (বাজার মূল্য ৬০ টাকা ), ২৫ টাকায় ১টা চাল কুমড়া (বাজার মূল্য ৩০ টাকা), ২০ টাকায় ১০০ গ্রাম ধনেপাতা (বাজার মূল্য ৩৫ টাকা ), ৫০ টাকায় ২৫০ গ্রাম মরিচ (বাজার মূল্য ৬০ টাকা), ৫০ টাকায় ১ হালি ডিম (বাজার মূল্য ৫৫ টাকা হালি) দরে কেনার সুযোগ পান।
স্থানীয় ক্রেতা শফিকুল ইসলাম বলেন, বর্তমান সবজি বাজারে গেলে লাগামহীন দাম শুনে মাথা ঘুরে যায়। আজ এই ১ দিনের শিক্ষার্থীদের উদ্যোগে সবজি বাজার থেকে অনেক সস্তায় সবজি কিনলাম।
এসময় কুমড়াকান্দি এলাকার একজন ক্রেতা বলেন, গোয়ালন্দ বাজারের তুলনায় সবগুলো সবজি কমপক্ষে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কম পাওয়ায় এখান থেকে সবজি কিনলাম। অন্তত একদিন হলে ন্যায্য মূল্যে কিনতে পেরে ভালোই লাগছে।
সান-সাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন বলেন, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ের ওপর প্রাকটিক্যাল পরীক্ষা থাকায় বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জনের লক্ষে এবং সমাজসেবায় অবদান রাখতে নিজ প্রতিষ্ঠান থেকে ভর্তুকি দিয়ে এমন আয়োজন করেছি। এমন আয়োজনে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনও হলো এবং পাশাপাশি গোয়ালন্দের জনগণ কম মূল্যে একদিন অন্তত সবজি কেনার সুযোগ পেল।
প্রতিনিধি/এসএস