images

সারাদেশ

এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি

২১ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পিএম

সিলেট সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি এলাকায় এম এ খান সেতুর অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে আগামী ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ গণপরিবহন মালিক শ্রমিক পরিষদ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সভায় এ ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা গণপরিবহন মালিক শ্রমিক পরিষদের নেতারা। ওই দিন থেকে অনির্দিষ্টকাল সব ধরনের যানবাহন বন্ধ থাকবে বলে জানান নেতারা।

এসময় নেতারা হুঁশিয়ারি দেন, সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুর টোল আদায় দ্রুত বন্ধ করা না হলে সুনামগঞ্জসহ পুরো সিলেট বিভাগজুড়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

আরও পড়ুন

জামালপুরে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের মানববন্ধন

পরিবহন নেতারা জানান, লামাকাজি এম এ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। যদিও সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। এত বছর ধরে হাজার কোটি টাকার বেশি টোল আদায় করা হলেও এখনও পরিবহন শ্রমিকরা এই বোঝা থেকে মুক্তি পাচ্ছে না। প্রতি বছর টোল আদায়ের হারও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এসময় সভায় বক্তব্য দেন- জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির এবং সাধারণ সম্পাদক নুরুল হক। এছাড়া সিলেটের শ্রমিক নেতা রনজিত দত্ত, অশোক বিজয় দেব, সুনামগঞ্জ লেগুনা শ্রমিক সভাপতি মছন মিয়া, সিএনজি সমিতির নেতা সুন্দর আলী ও সাজিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ এবং মালিক সমিতির নেতা মুকুল মিয়া বক্তব্য দেন।

প্রতিনিধি/এসএস