জেলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম
চট্টগ্রামের পতেঙ্গার আলোচিত আওয়ামী লীগ নেতা আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে মধু আলমগীর হিসেবে পরিচিত।
রোববার (২০ অক্টোবর) গভীর রাতে পতেঙ্গা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপি বন্দর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমগীর পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আরও পড়ুন
সিএমপি বন্দর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সুলতানা জানান, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, পতেঙ্গা মডেল থানায় অগ্নিসংযোগ, অস্ত্র-গুলি লুটপাট ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মধু আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টিবি