images

সারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৪, ১২:১০ পিএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 

আজ রোববার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিহত ভ্যানচালক জিকরুল মোল্লার (৬৫) বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে।

ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে এলে বিপরীত দিক ভাটিয়াপাড়া থেকে শহরের বেদগ্রামের দিকে আসতে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

আরও পড়ুন: গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

গোপালগঞ্জ সদর থানার এসআই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের কারণে ভ্যানগাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

প্রতিনিধি/ এমইউ