images

সারাদেশ

জামালপুরে কলেজ গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবি

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৪, ০২:৩০ পিএম

জামালপুরে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন: ৩ লাখ টাকা অনুদান পেলো নিহত রুদ্রর পরিবার

এ সময় এলাকাবাসী ও শিক্ষার্থীরা দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে নিলোফার চৌধুরী মনিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়ক অবরোধ করে সমাবেশ করায় প্রায় এক ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ সমাবেশে বক্তব্য রাখেন - দিগপাইত শামছুল হক কলেজের প্রভাষক মুশফিকুর রহমান, স্থানীয় বাসিন্দা সোহরাব আলী, শিক্ষার্থী ফাতেমা আক্তার, সৌরভ হাসান শিশির, পল্লব হোসেনসহ আরও অনেকে।

আরও পড়ুন: শাবিপ্রবির ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বক্তারা বলেন, নিলোফার চৌধুরী মনি কোনো দিন দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আসেননি। তিনি জানেনও না যে এই কলেজে কতজন শিক্ষক-শিক্ষার্থী আছেন। তিনি অবৈধভাবে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। যিনি কলেজ সম্পর্কে জানেনই না, তিনি সভাপতি হলে এই কলেজের কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবেন না।

প্রতিনিধি/ এমইউ