জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ০৩:১১ পিএম
এইচএসসি পরীক্ষায় এ বছর পাশের হারে জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানায়, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিকতার অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান তত্ত্বাবধায়নে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ সাফল্য অর্জন করেছে।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান বলেন, আগামীতেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে