জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম
কুষ্টিয়ায় চার কেজি গাঁজাসহ ইয়ারুল ইসলাম (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৩ অক্টোবর) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়ারুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা এলাকার মৃত খেদু মণ্ডলের ছেলে।
রোববার সন্ধ্যায় র্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল কুষ্টিয়ার শহরের চৌড়হাস এলাকায় একটি মাদক উদ্ধার অভিযানে ৪ কেজি গাঁজা (যার মূল্য আনুমানিক ১ লাখ বিশ হাজার টাকা), ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল এবং ১টি সিমসহ ইয়ারুল ইসলামকে গ্রেফতার করে।
এ বিষয়ে কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গ্রেফতার ইয়ারুলের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস