জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ০২:৩৬ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়োল ইলমা এবং চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন। এ ঘটনায় আহত হয়েছেন জাহিদ হোসেন ও আরেক বোন শামীমা আক্তার। তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাতকের নাম মহিবুল ইসলাম ওহিদ। নিহত ইলমা ঘাতকের ছোট ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। শনিবার সকালে নিহত জোছনা খাতুন ও আরেক বোন শামীমা খাতুন বাবার ১ একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে আসেন। বিষয়টি মীমাংসা জন্য সবাই বাড়িতে বসেছিলেন। একপর্যায় বোন জোছনা খাতুন, ছোট ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় মহিবুল ধারালো রামদা দিয়ে তাদের একের পর এক কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই বোন জোছনা খাতুন ও ভাইয়ের স্ত্রী জাকিয়া মারা যান। আহত হন দুইজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, পুলিশ, সেনাবিাহিনী, র্যাবসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
প্রতিনিধি/এমআর