images

সারাদেশ

মামলায় আপোষ না করায় বাদীর জামাইকে হত্যাচেষ্টা

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম

বগুড়ায় হত্যা মামলায় আপোষ না করায় বাদীর জামাইকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগ নেতার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে বগুড়া সদরের দ্বিতীয় বাইপাস মহাসড়ক সংলগ্ন কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মুক্তাগাছার সাবেক মেয়র গ্রেফতার

হত্যাচেষ্টার শিকার রাকিবুল (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা লুৎফর রহমান মিন্টু ও কৃষকলীগ নেতা গিয়াস উদ্দিন আত্মগোপন করেছেন।

আরও পড়ুন: সংরক্ষিত আসনের সাবেক এমপি শিউলী আজাদ ৮ দিনের রিমান্ডে

রাকিবুলের স্ত্রীর বড় ভাই রকি চৌধুরী জানান, রাকিবুল মানিকচক এলাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করেন। বৃহস্পতিবার রাতে ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরপরই স্বেচ্ছাসেবকলীগ নেতা লুৎফর রহমান মিন্টু ও কৃষকলীগ নেতা গিয়াস উদ্দিনসহ কয়েকজন রাকিবুলকে অপহরন করে নিয়ে যায়। এ খবর জানাজানি হলে পরিবারের লোকজন খোঁজ করা শুরু করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে রাকিবুলকে মানিকচক বন্দরের অদূরে কর্ণপুর এলাকায় এক জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, এ ধরনের ঘটনা পুলিশকে জানানো হয়নি। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ