images

সারাদেশ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ পিএম

জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় বালু চন্দ্র (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার তেঘর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বালু চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার চকমহন গ্রামের গোলচাদ চন্দের ছেলে।

আরও পড়ুন

মিরসরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৫

স্থানীয়রা জানায়, তেঘর পালপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন  জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস