images

সারাদেশ

জয়পুরহাটে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

images

জয়পুরহাটের পাঁচবিবিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাজু হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে পাঁচবিবি  পৌর শহরের টিএন্ডটি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক পাঁচবিবির নাকুরগাছী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, রাজু  পৌর শহরের টিএন্ডটি পাড়ার শরীফ উদ্দীনের বহুতল ভবনের তৃতীয় তলায় ছাদ  ঢালাইয়ের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধনতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন রাজু। পরে  তাকে উদ্ধার করে  পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এজে