images

সারাদেশ

পাবনায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৪, ১০:০৬ পিএম

পাবনার সুজানগরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ থানার গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাবনা পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান সোমবার (৭ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার বাচ্চুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামাণিকের ছেলে। তার ছোট ভাই সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী (এনএ) কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন।

আরও পড়ুন

রাতের আঁধারে অন্যের পুকুরের মাছ বিক্রি করে দিলেন দুই ভাই

এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর তিন দিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার পর মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা করেন।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতার যুবলীগ কর্মী মো.বাচ্চু আলমগীর আজ ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

প্রতিনিধি/এসএস