জেলা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ পিএম
ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে নোবিপ্রোবি ছাত্রদল নেতা জাহিদ হাসানের সভাপতিত্বে মৌন মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মৌন মিছিল শেষে আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
এ সময় নিরাপদ ও মুক্তচর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীদের অপকর্মের নিন্দা জ্ঞাপন করে নোবিপ্রবি ছাত্রদল নেতা জাহিদ হাসান বলেন, বিশ্বজিৎ ও আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে।
একই সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের MIS ডিপার্ট্মেন্টের সোলাইমান, বিবিএ ডিপার্টমেন্টের সাকিব এবং ইকোনমিকস ডিপার্টমেন্টের কাউসার আহমেদ হিমেলের উপর নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে আশার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর জোর দাবি জানাচ্ছি। আওয়ামী প্রশাসন কর্তৃক ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন দ্রুত বাতিল করে বিশ্ববিদ্যালয়কে মুক্তচর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তর করতে হবে।
পরে আবরার ফাহাদ সহ জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের জন্য দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণ সভা শেষ হয়।
প্রতিনিধি/ এজে