জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ০৭:১২ পিএম
চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জমির মালিক মো. রাশেদ মিয়াজীকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
উপজেলা ভূমি অফিস সংশ্লিষ্টরা জানান, টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে রাশেদ মিয়াজী অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ বিষয়ে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস