images

সারাদেশ

ফেনীর সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৪, ০৭:৫০ পিএম

ফেনীর সীমান্তবর্তী এলাকা ছাগলনাইয়া থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী মাটিয়াগোদা নামক স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় বস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ২

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাটিয়াগোদা এলাকায় অভিযান চালায় যশপুর বিওপির একটি দল। এ সময় প্রায় ৩৪ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে পাচার হয়ে আসা ভারতীয় বস্ত্র জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে ১৬ ভারতীয় মহিষ জব্দ

ফেনীস্থ -৪ বিজিবির অধিনায়ক মোহাম্মদ মোশারফ হোসেন অভিযান ও বস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধাকৃত ভারতীয় বস্ত্র কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এমইউ