জেলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ পিএম
রংপুরের পীরগাছায় ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে সৈকত মিয়া (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের শুল্লিপাড়া এলাকায় চৌধুরানী-জালালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈকত মিয়া মিঠাপুকুর উপজেলার বৈরাতি (পুঁটিমারি) গ্রামের আমিনুর মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানায়, সৈকত মিয়া চৌধুরাণী বাজার থেকে ভ্যান চালিয়ে জালালগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে চৌধুরানী-জালালগঞ্জ সড়কের খাদিজা আবেদীন কলেজ সংলগ্ন শুল্লিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন
এতে ভ্যানচালক সৈকত মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সৈকত মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস