images

সারাদেশ

উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি

০২ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ভাঙচুর ও মারপিটসহ একাধিক মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। 

আাসামিরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আ. আজিজ সরকার (৫৬),  বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু (৪০), বড়হর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান (৫০), মো. আলাউদ্দিন (৪২), আ.লীগ নেতা মো. লেলিন খোরশেদ মামুন (৪৮)। এছাড়াও পৌর শহরের ঝিকিড়া মহল্লার নজু মিয়ার ছেলে রুবেল (৪০) ও উপজেলার বড়ঘোনা গ্রামের সোমেজুলের ছেলে মঞ্জুরুল ইসলাম(৪৩) আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে