images

সারাদেশ / শিক্ষা

দুর্নীতি-অনিয়মের অভিযোগে রাবি শিক্ষককে অপসারণের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৪, ০১:৫০ পিএম

ব্যাপক দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল আল মামুনকে বিভাগ থেকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (০২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে বিভাগের সামনে এ বিক্ষোভ করেন তারা।

আরও পড়ুন: জুলাই বিপ্লবে কোনো পরাশক্তির ইন্ধন ছিল না: প্রোভিসি

বিগত ছয় বছর বিভাগের পরিচালক থাকাবস্থায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও বর্তমান পরিচালককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগও উঠেছে।

বিভাগটির ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নওশিন ইসলাম বলেন, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে ছয় বছর ধরে শিক্ষার্থীদের ওপর নানা ধরনের অনিয়ম-অত্যাচার করে আসছেন। বিভাগের সেশন জট, আর্থিক কেলেঙ্কারি ও যৌন হয়রানির সঙ্গে উনি জড়িত। বোরকা পরাকে তিনি পতিতাবৃত্তি বলেছেন। এ রকম শিক্ষককে আমরা আমাদের বিভাগে চাই না। 

আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করলো র‌্যাব

আরেক শিক্ষার্থী ওমর ফারুক তুফান বলেন, তিনি দীর্ঘ সময় ধরে আমাদের বিভাগে অনিয়ম-দুর্নীতি করে আসছেন। উনি ইতিহাস বিভাগ থেকে আমাদের বিভাগে চেয়ারম্যান হয়ে আসেন। তার আগেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে অনিয়ম এবং দালালি করে থেকে গেছে। কিন্তু আমরা তাকে এই বিভাগে আর দেখতে চাই না। 

প্রতিনিধি/ এমইউ