images

সারাদেশ

ঝিনাইদহে লরির ধাক্কায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় লরির ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

বাড়ি আসা আর হলো না মেরিন ইঞ্জিনিয়ার সৌরভের

পুলিশ ও স্থানীয়রা জানায়, শৈলকুপার হুদামাইলমারি গ্রামের ভ্যানচালক মানোয়ার হোসেন তার ভ্যান নিয়ে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনা গ্যাস কোম্পানির লরি ভ্যানটি ধাক্কা দেয়। লরির ধাক্কায় রাস্তায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে শৈলকুপা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে নিয়ে যান।

শৈলকূপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস