জেলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ০৫:০৪ পিএম
দিনাজপুরে দুদিনের কর্মবিরতি কর্মসূচির প্রথম দিন ৩ ঘণ্টা কর্মসূচি পালন করেছে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা দিনাজপুর জেনারেল হাসপাতালসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য সরকারি-বেসরকারি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবাল (১ অক্টোবর) সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করে হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা এই কর্মবিরতি কর্মসূচি পালন করবেন তারা।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সব ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন) আদায়ের লক্ষে গত ৯ সেপ্টেম্বর ২০২৪ হতে পরিষদ ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলতার সঙ্গে পালন করে আসছে। গত ২৪ সেপ্টেম্বর সংস্কার পরিষদ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের এক দফা দাবি পূরণের লক্ষে সরকারকে ৩ কর্মদিবসের সময় দেওয়া হয়েছিল। সরকার উল্লেখিত সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবির পক্ষে কোনো প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় কেন্দ্রীয় সংস্কার পরিষদ দুদিনের কর্মবিরতি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই আলোকে তারা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে।
এসময় বক্তব্য দেন- দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক বেনজামিন দাস, সদস্য সচিব রাখী আকতার, নার্সিং ইন্সট্রাক্টর মুনিরা পারভীন, নার্সিং কর্মকর্তা সুমন বিশ্বাস প্রমুখ।
এসময় তারা বলেন, বাংলাদেশে নার্সরাই সবচেয়ে বেশি অবহেলিত ও বৈষম্যের শিকার। বিভিন্নভাবে আমাদের দমিয়ে রাখা হচ্ছে। আমরা পিছে পড়ে থাকতে চাই না। আমরা আমাদের অধিকার চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি চাই। আমাদের দাবি মেনে নিয়ে সেবা ক্যাডারে নার্সিং কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। অন্যথায় সারাদেশে নার্সিংসেবা বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, হাসপাতালের জরুরি বিভাগ, ইমারজেন্সি ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।
প্রতিনিধি/এসএস