জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম
ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন ও উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ ৭৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করে ১৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেন। আদালতের বিচারক রাজাপুর থানাকে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে এজাহার হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মাহেব হোসেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১৪ সালের ১৩ মার্চ সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের রাজাপুর শহরে টিএন্ডটি বাসভবনে হামলা ও ভাঙচুর করে পরে ভবনটি আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আতাউর রহমান বলেন, আদালতের নির্দেশ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস