images

সারাদেশ

লালমনিরহাটে ৫ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

পাঁচটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় শহীদুল ইসলামকে (৫২) স্বর্ণের বারসহ আটক করেন গঙ্গারহাট বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা।

আটক শহীদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাতক্ষীরা সীমান্তে তিনজন আটক

বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধীনস্থ গঙ্গারহাট বিওপি গোপন সংবাদে জানতে পারে ফুলবাড়ি থানার গঙ্গারহাট দিয়ে স্বর্ণ পাচার হবে। কুড়িগ্রাম জেলার ওই এলাকা দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলে ভারতে স্বর্ণ পাচার করতে যায়। এসময় সীমান্ত পিলার ৯৩৯/৭ এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবিগিস নামক স্থানে শহিদুলকে আটক করলে সে মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

প্রতিনিধি/এসএস