images

সারাদেশ

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ এএম

হবিগঞ্জের বাহুবলে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এ সংঘাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তির নাম ওয়াহিদ মিয়া (৩২)। তিনি বাবনাকান্দি গ্রামের ইসহাক উল্লার ছেলে। 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানান, রফিক উল্লাহর ছেলে আরজু মিয়ার সঙ্গে তার ভাই আব্দুল হাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে আরজু ও আব্দুল হাইয়ের সঙ্গে গ্রামের লোকজন দু’পক্ষ নেয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় ওয়াহিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মো. মশিউর রহমান জানান, জমিজমা নিয়ে দু’পক্ষের মারামারি হয়েছে। এতে ওয়াহিদ মিয়া নামের একজন মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ