উপজেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম
ঢাকার কেরানীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেরানীগঞ্জ মডেল থানার ৮৬টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: গাইবান্ধায় ৫৬৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
সভায় শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন: জন্মাষ্টমীতে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন - কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন বর্মন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামসহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রতিনিধি/ এমইউ