images

সারাদেশ

কুষ্টিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

আধিপত‌্য নি‌য়ে কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দুপক্ষের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঈগল চত্বরে সাবেক এমপি শহিদুল ইসলাম ও বিএনপি নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদের ম‌ধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, চঞ্চল ও আবু সাঈদ‌কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই সাবেক এমপি শহীদুল ইসলামের সমর্থক। বাকীরা অন্যান্য স্থানে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে রহমত আলী রব্বানের অবস্থা আশঙ্কাজনক বলে চি‌কিৎসক জানি‌য়ে‌ছে।

আরও পড়ুন

সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, মিরপুর উপ‌জেলায় আধিপত‌্য  বিস্তার‌কে কেন্দ্র ক‌রে বেশ কিছু‌দিন ধ‌রেই বিএন‌পির দুই প‌ক্ষের ম‌ধ্যে উত্তেজনা বিরাজ কর‌ছিল। এরই জেরে সা‌বেক এম‌পি শ‌হিদুল ইসলা‌মের সমর্থক উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বা‌ন ও বিএন‌পি নেতা রাগীব রউফ চৌধুরীর সমর্থক ফুলবা‌ড়িয়া ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি টিপু খুনকা‌রের লোকজ‌ন দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে উভয়প‌ক্ষের কমপক্ষে ১০ জন আহত হ‌য়ে‌ছেন। এদের ম‌ধ্যে রহমত আলী রব্বা‌নের অবস্থা আশঙ্কাজনক।

thumbnail_Screenshot_20240924-174717_Video_Player

এবিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এবং বিষয়ে এলাকায় উত্তেজনাও ছিল। মঙ্গলবার দুপুরে একটি বিষয় নিয়ে দুই পক্ষ আলোচনায় বসলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ এবং সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিনিধি/এসএস