images

সারাদেশ

শিক্ষার্থীদের মারধর: সাবেক এমপি শিমুলসহ ১২ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শাওন আহমেদ সিয়ামসহ শিক্ষার্থীদের মারধরের ঘটনায় নাটোর-২ আসনের সাবেক এমপি মো. শফিকুল ইসলাম শিমুলসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০ জনকে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন শাওন আহমেদ সিয়াম।

আরও পড়ুন: দেড় মাসেও চালু হয়নি শেরপুর জেলা কারাগার 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম ঢাকা মেইলকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ‍সূত্রে জানা গেছে, গত (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে শাওন আহমেদসহ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আন্দোলনের প্রস্তুতি নিয়ে শহরের ভবানীগঞ্জ গ্রন্থাগারের সামনে আসার পর ১ নম্বর আনামি শফিকুল ইসলাম শিমুলের হুকুমে অন্যান্য আসামিরা হাতে লাঠি, লোহার রড, হাসুয়া, রামদা, চাইনিজ কুড়াল ও পিস্তল নিয়ে হামলা চালায়। এ সময় সিয়ামকে রামদা ও হাসুয়া দিয়ে এলোপাথাড়িভাবে বুকে ও পিঠে আঘাত করে জখম করে। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করা হয়। এ সময় এলাকা জনশূন্য করতে আসামি শফিকুল ইসলাম শিমুল ফাঁকা গুলি চালান। পরে পুলিশ ঘটনাস্থলে এলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়।

আরও পড়ুন: অভয়নগরে সন্ত্রাসীদের হামলায় যুবক নিহত

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, বাদী শাওন আহমেদ সিয়াম একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এ বিষয়ে কাজ করছে।

প্রতিনিধি/ এমইউ