images

সারাদেশ

ফেনীতে ছাত্র হত্যার দায়ে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন স্থানীয় ছাত্রলীগ নেতাও রয়েছেন। 

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন: কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাঈল হোসেন অমি (২৪) তার নিজ বাসভবনে অবস্থান করছেন। তখন র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। অমি ফেনী পৌরসভার শাহীন একাডেমী এলাকার নিজাম উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, ফেনী মডেল থানার মামলা নম্বর ০৯ (৮) ২৪-এর এজাহারনামীয় ১৮ নং ও মামলা নম্বর ১০ (৮) ২৪-এর এজাহারনামীয় ২২নং আসামি ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু আহমদ ভূঁইয়ার ছেলে আরাফাত হোসেন ভূঁইয়া (৩০), মামলা নম্বর-১৪ (৮) ২৪ এর এজাহার নামীয় ১১৬ নং আসামি ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া এলাকার আবদুল হাইয়ের ছেলে নুরুল ইসলাম বাচ্চু (৪৮)-কে পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন: গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইনসহ বৃদ্ধা আটক

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে স্থানীয় ছাত্র-জনতার বিক্ষোভে গুলি করে হত্যার ঘটনার পৃথক মামলায় তিন আসামিকে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ