images

সারাদেশ

জোরপূর্বক আদায়কৃত টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ এএম

আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে বিএনপির নাম ভাঙ্গিয়ে দুই পরিবারের কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নয়ালাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ইউনিয়ন বিএনপির সভায় এ পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন: সিলেটে যুবদলের কমিটি নিয়ে তীব্র অসন্তোষ

এই টাকা নিজ মা আনোয়ারা ট্রাষ্টের তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নয়ালাভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফুল হক।

এ সময় তিনি বলেন, কোনো মাদক কারবারি, ছিনতাইকারী বিএনপির কর্মী হতে পারে না। ভবিষ্যতে যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি বা জোরপূর্বক অর্থ আদায়, লুটপাট, দখলবাজি করে - তাহলে তাদের ধরিয়ে দিলে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যাকাণ্ডে শেখ সেলিমসহ আসামি ১৬১৭

প্রসঙ্গত, ৫ আগস্টের পর নয়ালাভাঙ্গায় টনি নামে এক ব্যক্তি নিজেকে বিএনপির কর্মী পরিচয়ে এলাকার লোকজনের কাছ থেকে জোরপূর্বক চাঁদাবাজি করে আসছেন। এমনকি এক ব্যক্তি চাঁদা না দেওয়ায় দোকান খুলতে দেননি টনি।

প্রতিনিধি/ এমইউ