বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ এএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেছেন, জুলাই বিপ্লবে কোনো পরাশক্তির ইন্ধন ছিল না। এটা ছিল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রশাসনিক ভবন: ২-এর কনফারেন্স কক্ষে প্রোভিসি হিসেবে যোগদান পরবর্তী সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবি অধ্যাপক শওকত আলী
এ সময় উপস্থিত ছিলেন - নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকরা।
তখন প্রোভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গাতে আগে ছোট-বড় বৈষম্য হয়েছে। আমরা এটার সাক্ষী। এখন এ বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো বৈষম্যের লেশমাত্র রাখবো না। সেটি বাস্তবায়ন করতে সবাই সচেষ্ট থাকবো।
আরও পড়ুন: নোবিপ্রবিতে লাঞ্ছিত হলেন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর
ড. মো. সাজেদুল করিমের মতে, জুলাই বিপ্লবে কোনো পরাশক্তির ইন্ধন ছিল না। এটা ছিল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন। পরে বৈষম্যবিরোধী আন্দোলন। পরে রুপ নেয় এক দফা আন্দোলনে। ৫ আগস্টে তাদের আন্দোলন সফল হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি অনন্য বিপ্লব।
তিনি আরও বলেন, ছাত্রদের এ আন্দোলনে শিশু-কিশোর, মা-বাবা, শ্রমিকসহ এমন কোনো পেশার মানুষ নেই যারা অংশ নেয়নি। ছাত্র-শিক্ষক ও জনতার বিপ্লবের মাধ্যমে আমরা এ দেশ নতুন রুপে দেখতে পেয়েছি। এ আন্দোলনটি ছিল বৈষম্যবিরোধী আন্দোলন।
প্রতিনিধি/ এমইউ